ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের ঈদগাঁও বস্তির বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী (৭৮) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার ১৯ জানুয়ারি সকাল ১০টায় ভোরে হৃদরোগে আক্রান্ত হন বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী। অবস্থার অবনতি দেখে দ্রুত তাঁকে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঐ মৃত বীর মুক্তিযোদ্ধার স্বজনরা জানান, তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
বীর মুক্তিযোদ্ধা স্ত্রী ও ৫ ছেলেসহ অনেক আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁকে এদিন বিকেলেই স্থানীয় ঈদগাঁ মাঠে জানাযা শেষে কবরস্থানে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।