নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ট্রাক চাকায় পিষ্ট হয়ে নুর নাহার(৩৫) নামে এক পোষাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে নীলফামারী ডোমার সড়কের মুরাদ প্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুর নাহার সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের ভাঙ্গামাল্লি এলাকার গোলাম মোস্তফার স্ত্রী এবং দুই সন্তানের জননী।
পুলিশ ও স্থানীয়রা জানান, দেবর ফরিদুল ইসলামের সাথে মোটর সাইকেলে ঢাকা যাওয়ার জন্য শহরে আসছিলেন। এমন সময় ঘটনাস্থলে পাটবোঝাই একটি ট্রাকের (ঢাকা মেট্রো—ট—১৬—৫৫০৬) সাথে মোটর সাইকেলের ধাক্কা লাগলে ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে মারা যান তিনি।
এ সময় আহত দেবর ফরিদুলকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা।
নীলফামারী থানার পরিদর্শক(তদন্ত) মাহমুদ—উন—নবী জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটিকে আটক করা হলেও পালিয়ে গেছে চালক ও হেলপার। নিহত নারীর লাশও থানায় রাখা হয়েছে।
তিনি জানান, নিহত ও তার স্বামী ঢাকায় একটি পোষাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতো। ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কোচ ধরার জন্য শহরে আসছিলেন তিনি।