জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বিএনপির ছাত্রদলের সদস্য শাহ আলম আল তাহিদ তার ফেসবুকে সরকার বিরোধী সম সাময়িক বিষয় নিয়ে লেখা লেখি করায় এবং স্থানিয় ছাত্রদলকে সংঘবদ্ধ করার চেষ্টা করার।
কারণে গত ১৭ জানুয়ারি ২০২২ তারিখে তার বাড়িতে ছাত্রলীগ এর নেতা কর্মিরা এসে থাকে খুঁজাখুঁজি করে।
পরে তার বাবা মাকে প্রাণনাশের হুমকি দেয় আরও বলে সে বিদেশে থেকে দেশে আসার পর থাকে পুলিশ ও র্যাব দিয়ে গ্রেপ্তার করাবে পরে থাকে গুম করে ফেলবে।
ছাত্রলীগের নেতা কর্মিরা শাহ আলম আল তাহিদের বাবা মাকে ওসিলন বাসা গালিগালাজ করে হুমকি দামকি দিয়ে যায় ছেলেকে সাবধান করেন না হলে বাড়িতে থাকতে দিবো না।