বিশেষ প্রতিনিধি: বেনাপোল কাস্টমসে চেকপোস্ট ঘুষের দাবি পুরুন করতে না পারায় পাসপোর্ট যাত্রীর পণ্য ডিএম করার অভিযোগ করেছে ময়মনসিংহর পাসপোর্ট যাত্রী ইয়াসমিন (বিপি-০৩৭৭৩৩৯) ও তৌহিদুল ইসলাম (পাসপোর্ট নং বি ০০০৭৫৭৬০)। অভিযোগ কারীরা জানায় তারা দুই জন ভারতে চিকিৎসা শেষে তাদের বাড়ির জন্য আলাদা আলাদা দুইজন দুইটা করে ল্যাহেঙ্গা ও দেড় কেজি করে কসমেটিক্স ও দুইটি মেয়েদের হ্যান্ড ব্যাগ ক্রয় করে।
ভারত কাস্টমস ইমিগ্রেশন শেষে নিজ দেশে আসলে বেনাপোল ইমিগ্রেশন শেষে কাস্টমসে গেলে তারা ওই পণ্যর জন্য ৮ হাজার টাকা ঘুষ দাবি করে। আমরা অপরাগতা প্রকাশ করলে তারা আমাদের দুই জনের পণ্য একটি পাসপোর্ট দেখিয়ে ডিএম স্লিপ দেয়। আমরা কাস্টমস এর সাইন বোর্ড অনুযায়ী ওই পণ্য পাই’ কিন্তু ঘুষ দিতে না পারায় তারা আমাদের পণ্য রেখে দেয়।
অভিযোগকারী পাসপোর্ট যাত্রী ইয়াসমিন বলেন ঘুষের দাবিতে আতিয়ার ও হারুণ নামে দুই জন কাস্টমসের লোক আমাদের কাছে ৮হাজার টাকা চায়। আমরা এত টাকা কোথা থেকে দিব একথা বললে তারা ক্ষিপ্ত হয়ে যায়। এরপর জোর করে একটি গ্লাস লাগানো ঘরে নিয়ে আমাদের হাতে একটি স্লিপ ধরিয়ে দেয়। আমরা বাধ্য হয়ে সেখান থেকে চলে আসি। আবার এর চেয়ে অনেকের পণ্য বেশী তারা সিসি ক্যামেরা থেকে একটু দুরে সরে হাতের মধ্যে টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে।
ভারত থেকে ফেরত পাসপোর্ট যাত্রী মুন্সিগঞ্জের মেহেদী হাসান বলেন, টাকা ছাড়া যশোরের বেনাপোল কাস্টমস কিছ্ইু পোষা দালাল আছে নাম সুমন আরো অনেকেই আছেন। তারা পাসপোর্ট যাত্রীর কার কি পরিচয় কি জন্য গিয়েছে এসব যাচাই বাছাইয়ের আগে দাবি করে তাদের চাহিদা মত অর্থ। যে দিতে পারে সে চলে আসে আর যে পারে না তার পণ্য রেখে দেয়। আমি গত শুক্রবার ভারত থেকে দেশে ফেরার পথে এরকম ঘটনা ঘটিয়েছে কাস্টমস এর কর্মকর্তারা।
এ ব্যাপারে কাস্টমস সুপার তরিকুল ইসলাম বলেন, আমি বিষয়টি জানি না। খোঁজ নিয়ে বিষয়টি দেখব।