বিশেষ প্রতিনিধি: সোমবার (২৪/০১/২২ খ্রিঃ) ডিবি যশোরের এসআই শফি আহমেদ রিয়েল, এসআই রইচ আহমেদ, এএসআই আজাহারুল ইসলামগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম রাত ০২:১০ ঘটিকায় বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া বেনাপোল পোর্ট থানাধীন দক্ষিণ বারোপোতা সাকিনস্থ পাপড়াতলা চার রাস্তার মোড়ে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) আলম হোসেন (৩০), পিতা- আঃ রাজ্জাক, সাং- পুটখালী, থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে ২৫০ (দুইশত পঞ্চাশ) বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৫,০০,০০০/= (পাঁচ লক্ষ) টাকা। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
রবিবার (২৩/০১/২২ খ্রিঃ) ডিবি যশোরের এসআই আরিফুল ইসলাম, এসআই রাজেশ কুমার দাশ, এএসআই নির্মল কুমার ঘোষগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ২১:২৫ ঘটিকায় শার্শা থানাধীন গোপীনাথপুর সাকিনস্থ কাশিপুর বাজার টু পাকশিয়া বাজারগামী রোডে বটতলা নামক স্থানে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) আব্দুল অহেদ (৫২), পিতামৃত- আব্দুল শুকুর, (২) স্বপন হোসেন (৩৩), পিতামৃত- আব্দুল বারেক, উভয়সাং- গোপীনাথপুর বটতলা, থানা- শার্শা, জেলা-যশোরদের ৫১ (একান্ন) বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১,০২,০০০/= (এক লক্ষ দুই হাজার) টাকা। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
রবিবার (২৩/০১/২২ খ্রিঃ) ডিবি যশোরের এসআই মফিজুল ইসলাম, পিপিএম, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই আমিরুল ইসলামগণের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১৭:২০ ঘটিকায় কোতোয়ালি মডেল থানাধীন চাচঁড়া ডালমিল সাকিনস্থ যশোর শহর থেকে চাচঁড়াগামী রাজা বরদাকান্ত রাস্তার চোরমারা দিঘীর দক্ষিণ পাশে জনৈক নূরে আলম @ বাবুর চায়ের দোকানের সামনে হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) চিত্ত রঞ্জন বিশ্বাস (৬০), পিতামৃত- সুধীর বিশ্বাস, সাং- রুপদিয়া পূর্বপাড়া, থানা- কোতোয়ালি, জেলা-যশোরকে ৫২৫ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ৮৫,০০০/= (পঁচাশি হাজার) টাকা উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ১৫,০০০/= টাকা। এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।