বিশেষ প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন ধানদিয়া ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর হোসেন সন্ত্রাসী কর্মকান্ডে মদদ দেওয়ায় গ্রেফতার হয়েছে। সূত্রে জানা যায়, গত ৩০/০১/২০২২ ইং তারিখে ধানদিয়া ফুলবাড়ী বাজারে মনি শংকরের চায়ের দোকানে পরাজিত প্রার্থী মো: দিদারুল আলম চা খাইতে গেলে বিজয়ী প্রার্থী মো: জাহাঙ্গীর হোসেনের নির্দেশে তার চাচা আলম সরদার (৫২) ৩০-৪০ জন সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পরাজাতি প্রার্থীর উপর হামলা চালায়। এই সন্ত্রাসী হামলায় পরাজিত প্রার্থী গুরুত্বর আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হয়ে তার ভ্রাতা মো: আসলাম হোসেন ভুট্ট এর মারফত পাটকেলঘাটা থানায় মামলা রুজু করে। মামলা নং-০৫, তারিখ: ৩১/০১/২০২২ইং। ধারা: ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ১১৪ মামলা করিলে পাটকেলঘাটা থানা পুলিশ তদন্ত পূর্বক চেয়ারম্যান জাহাঙ্গীরের সম্পৃক্ততা পেয়ে ৩১/০১/২০২২ রাত্র ১০.০০ টা থেকে তাকে গ্রেফতারের অভিযানে নামে। চেয়ারম্যানকে নিজ বাড়িতে না পেয়ে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চেয়ারম্যানের ভাড়াটে বাড়ি সাতক্ষীরা সদরের সংগ্রাম ক্লিনিকের পিছনে। অতৎপর পাটকেলঘাটা থানার এস.আই (মামলার আইও) লিটন মল্লিক সাতক্ষীরা সদর থানা পুলিশের সহযোগিতায় সন্ত্রাসী কর্মকান্ডে মদদ দেওয়া চেয়ারম্যান জাহাঙ্গীরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত চেয়ারম্যান জাহাঙ্গীর কারাগারে আছেন। চেয়ারম্যানের এহেন সন্ত্রাসী কর্মকান্ডে নিন্দা জানিয়ে ও পাটকেলঘাটা থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ।