বিশেষ প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসে ভর্তি হতে পারছিলো না নিপুন নামের এক শিক্ষার্থী। এই নিউজ প্রকাশিত হয় বহুল প্রচারিত অনলাইন সংবাদমাধ্যম দৈনিক বাংলাদেশ টাইমস এ। পরে বিভিন্ন পর্ব পেরিয়ে ভর্তির সুযোগ পেলো সেই নিপুন।
এদিকে তার পরিবারের আর্থিক সমস্যা বিবেচনা করে সকল খরচ চালানোর সিদ্ধান্ত নিয়েছে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমপি শাহীন চাকলাদার।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান অয়ন বলেন, সোমবার শুনতে পারি নীলফামারি থেকে এক শিক্ষার্থী এসেছেন। সে ভর্তি হতে এসে ভর্তি হতে পারেনি। পরে আমরা ছাত্রলীগের পক্ষ থেকে ভিসি স্যারের সাথে আলাপ করি।
তিনি বিষয়টি দেখবেন বলে জানান। পরে তার দারিদ্রের কথা জানিয়ে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমপি শাহীন চাকলাদারকে বলা হয়। তিনি জানিয়েছে নিপুনের থাকা, খাওয়া ও পড়াশোনার খরচ সব এমপি সাহেব বহন করবেন।
সকল খরচের দায়িত্ব নেয়ায় শহীন চাকলাদারকে ধন্যবাদ জানিয়েছে নিপুন।