গণবিজ্ঞপ্তি; এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সাতক্ষীরা সড়ক বিভাগাধীন খুলনা-চুকনগর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক (আর-৭৬০) (সাতক্ষীরা অংশ) এর সাতক্ষীরা সদর হাসপাতাল মোড় হতে আঠারো মাইল মোড় পর্যন্ত সড়কের উভয় পার্শ্বে, সড়ক ও জনপথ অধিদপ্তরের জমিতে অবৈধভাবে অবস্থিত স্থাপনা আগামী ১৬-০২-২০২২খ্রি: ও ১৭-০২-২০২২খ্রি: তারিখে জনাব অনিন্দিতা রায় (উপ-সচিব), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং এস্টেট ও আইন কর্মকর্তা, সওজ, খুলনা জোন, খুলনা এর সহযোগিতায় অপসারণ করা হবে।
এমতাবস্থায়, সকল অবৈধ স্থাপনা উল্লিখিত সময়ের পূর্বে অবৈধ দখলদারদের নিজ খরচে সরিয়ে নেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
অনুরোধক্রমে নির্বাহী প্রকৌশলী, সওজ সড়ক বিভাগ, সাতক্ষীরা।