নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা বাজার হতে ডিমলা যাওয়ার পূর্বে পাঁঙ্গারহাট তোফাজ্জলের দোকান হতে সুকুমার মোটর পর্যন্ত সড়কের এইচবিবি (হেরিং বোন বন্ড) করণ প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ও পাংগা বালিকা উচ্চ বিদ্যালয়ের রাসেল স্মৃতি ডিজিটাল ল্যাব শুভ উদ্বোধন করেন।
আজ বৃহস্পতিবার (২৪শে ফেব্রুয়ারী) সকালে ডোমার উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে পাঁঙ্গা বাজার হতে-সুকুমার মোটর সড়কের এইচবিবি করণ প্রকল্পের উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য জনাব বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস-চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন বিভিন্ন নেত্রী বৃন্দ।
ও ৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হাকিম ভুট্টু প্রমূখ।