আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটি বাজারের জবেদা ক্লিনিক ও কর্মকার জুয়েলার্স এ চুরি সংঘঠিত হয়েছে। সোমবার দিবাগত রাতের কোন এক সময় এ দুটি দোকানে চুরির ঘটনা ঘটে। জবেদা ক্লিনিকের স্বত্বাধিকারী গ্রাম ডাক্তার আলহাজ্ব গাওছুল হক জানান, প্রতিদিনের ন্যায় সোমবার রাতে তিনি তার চেম্বার বন্ধ করে বাড়িতে যান। মঙ্গলবার সকালে এসে তিনি চেম্বারের শার্টার এর তালা খুলতে গিয়ে তালাটি (দেশীয় কোনকিছু দিয়ে আঘাত করা) খোলা অবস্থায় দেখতে পান। এরপর তিনি চেম্বারে প্রবেশ করে দেখতে পান তার সকল ঔষধপত্রসহ চেম্বারের সবকিছু এলোমেলো করা ও চেম্বারে রাখা স্মার্টফোনটি নেই। ফোনটির আনুমানিক মূল্য ১৩ হাজার টাকা। তিনি আরও বলেন, ফোনটি তিনি কোনদিন বাড়িতে নিয়ে যেতেন না। চেম্বারে রোগী দেখার সময় ঔষধ নির্ণয়সহ বিভিন্ন কাজে ব্যবহার করতেন। অপরদিকে, কর্মকার জুয়েলার্স এর স্বত্বাধিকারী উত্তম কুমার কর্মকার জানান, সোমবার সন্ধ্যায় তিনি দোকান বন্ধ করে বাড়িতে যান। মঙ্গলবার সকাল ১০টার দিকে দোকান খুলে ভিতরে ময়লা আবর্জনা দেখে পান। এসময় দোকানের উপরে তাকালে চালের এ্যালবেস্টার ভেঙে চোর ঢুকেছে এটা বুঝতে পারেন তিনি। এরপর তিনি দোকানের সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান। তিনি আরও জানান, তার দোকানে থাকা আনুমানিক ৮০টি স্বর্ণের নাকফুল যার আনুমানিক ওজন ৮ আনা, রুপার কয়েকটি চেন ও নুপুর যার আনুমানিক ওজন ১০ ভরি এবং ক্যাশ ড্রয়ারে থাকা নগদ আনুমানিক ১ হাজার ৫০০ টাকা চোরেরা চুরি করে নিয়ে গেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, কাদাকাটি বাজারে চুরির ঘটনা নতুন নয়। এর আগে এর চেয়ে আরও বড় বড় চুরি হয়েছে। এসময় তারা এসব চুরি রোধে কঠোর পদক্ষেপ ও চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।