নীলফামারী প্রতিনিধি:
“হেলমেট পড়ি
নিরাপদে পথ চলি”
উক্ত শ্লোগানকে সামনে রেখে….
রবিবার (২৭ ফেব্রুয়ারি/২০২২ খ্রিষ্টাব্দ) স্বাধীনতার অম্লান চত্বর চৌরঙ্গী মোড় নীলফামারীতে ভিশন-২০২১ এর আয়োজনে সকাল ১০ ঘটিকায়, মোটরসাইকেল দুর্ঘটনা রোধে জনসচেতনতা মূলক প্রচার পত্র বিতরণ ও পথ সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয়, সংসদ সদস্য জনাব আসাদুজ্জামান নূর, নীলফামারী-০২ মহোদয়।
মোটরসাইকেল দুর্ঘটনা রোধে জনসচেতনতা মূলক প্রচার পত্র বিতরণ ও পথ সভা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয়, সংসদ সদস্য জনাব রাবেয়া আলীম (সংরক্ষিত মহিলা আসন-২৩) মহোদয়, পুলিশ সুপার, নীলফামারী জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম মহোদয়, জনাব অ্যাড মমতাজুল হক, সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগ নীলফামারী, জনাব মোঃ আবুজার রহমান, সভাপতি, নীলফামারী সদর উপজেলা আওয়ামী লীগ, জনাব মো মসফিকুল ইসলাম রিন্টু, সভাপতি, নীলফামারী পৌর আওয়ামী লীগ, জনাব শাহিদ মাহমুদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ সদর নীলফামারী সহ বিভিন্ন সংগঠনের সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গ।