বিশেষ প্রতিনিধি: তালা উপজেলা সমিতি-ঢাকা এর আজীবন সদস্য পার্বতী দাশ বরিশাল বিভাগের RAB-8 এর সদস্য বিগত ১৫/০৩/২০২০ তারিখের মারাত্মক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। পার্বতী দাশ পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের কুমিরা গ্রামের মৃত দুলাল চন্দ্র দাশের কন্যা।
তিনি দীর্ঘদিন যাবত আনছার ব্যাটলিয়নের সদস্য হিসাবে কর্মরত ছিলেন এবং পরবর্তীতে পদোন্নতি পেয়ে বরিশাল বিভাগে RAB-8 এ কর্মরত ছিলেন। বিগত ১৪/০৩/২০২০ তারিখ শনিবার সকালে ১০ দিনের ছুটি কাটিয়ে নিজ বাড়ি থেকে কর্মস্থল বরিশাল যাওয়ার পথে বিকাল আনুমানিক ৪-৩০ সময় বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা নামক স্থানে রাজিব পরিবনের সাথে ও একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলে ৯জন নিহত হয়।
পরবর্তীতে ১৫/০৩/২০২০ তারিখ রবিবার বেলা আনুমানিক ২টার সময় পার্বতী দাশের লাশ বাহি এম্বুলেন্স তার গ্রামের বাড়ি কুমিরা গ্রামে পৌঁছায় এবং সাথে সাথে স্বজন এবং এলাকাবাসীর আর্তনাদে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।
লাশবাহী এম্বুলেন্স এর সাথে পার্বতী দাশের কর্মস্থল বরিশাল বিভাগের RAB-8 এর সদস্যবৃন্দ, খুলনা RAB এর সদস্য ও সাতক্ষীরা RAB এর সদস্য বৃন্দ আসেন। বরিশাল বিভাগের RAB-8 এর এক সদস্য জানিয়েছিলেন তার পরিবারের সহযোগিতার জন্য RAB এর পক্ষ থেকে এক লক্ষ টাকা ও তার শেষকৃত্য করবার জন্য পাঁচিশ হাজার টাকা সহযোগিতা করা হয়েছিল। এছাড়াও তার কাছে যে ব্যাগটি পাওয়া গেছিল সেই ব্যাগটির মালামালসহ তার স্বজনদের কাছে হস্তান্তর করেছিলেন বলে জানিয়েছেন RAB-8 এর সদস্যরা।
তার এই আকাল মৃত্যুতে তালা উপজেলা সমিতি-ঢাকার পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন একাধিক সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন সহ RAB এর সদস্যরা।