1. admin@dainikbangladeshtimes.com : rony :
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আমলকি খাবেন কেন? ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল ধাক্কায় পথচারীর নিহত। ডিবি থেকে হারুনকে বদলি পাটকেলঘাটা বাজারে জলাবদ্ধতা সমাধানে পরিদর্শন করলেন এমপি ফিরোজ আহমেদ স্বপন “তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ” জগৎ বিখ্যাত বৈজ্ঞানিক স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৩ তম জন্মবার্ষিকী আজ পাটকেলঘাটায় মোটরসাইকেল চোর সিন্ডিকেটের হোতাসহ আটক ৪ নগরঘাটা ইউনিয়নবাসীর পক্ষে ফিরোজ আহমেদ স্বপন ও লায়লা পারভীন সেঁজুতি এমপিকে সংবর্ধনা আশাশুনির সাংবাদিক বাহাবুল সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত রাসেল ভাইপারে আতঙ্কিত নয়, সচেতনতায় বেশি প্রয়োজন

আশাশুনির সাংবাদিকদের সহায়তায় ৬ বছর পর হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেল মা

এম এম নুর আলম।।
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ১০৭ বার পড়া হয়েছে

আশাশুনি প্রতিনিধি: ৬ বছর আগে ঢাকা থেকে হারিয়ে যাওয়া ছেলেকে আশাশুনি থেকে ফিরে পেতে যাচ্ছেন অভাগীনি মা। হারিয়ে যাওয়া আবু সাঈদ (১৪) বর্তমানে বিভাগীয় এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আশাশুনিতে রয়েছে। জানাগেছে, আবু সাঈদের বয়স তখন মাত্র ৮ বছর। স্বামী পরিত্যাক্তা ছাবিনা খাতুন তার পিতার বাড়ি সিরাজগঞ্জ জেলার দেলুয়ারকান্দি গ্রামে আশ্রয় নেয়। পিতার কাঁধে কতদিন বসে বসে খাবে এ চিন্তায় সে নিজের পায়ে দাঁড়াতে ঢাকায় পাড়ি জমায়। গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকুরী পায়। শিশু পুত্র সাঈদ (৮) ও তার মা ভাড়া বাসয় থাকত। মা যখন কাজে শিশু সাঈদ তখন পথে-দোকানে ঘুরে বেড়াত। এক পর্যায়ে সে দুষ্টচক্রের সাথে সঙ্গ দিতে শুরু করে। একদিন পুলিশ তাকে উঠিয়ে নিয়ে আদালতে সোপর্দ করে। মা এঘটনা জানতে পারেনি। পুত্র হারানোর যন্ত্রণা বুকে নিয়ে মা আশপাশে খোঁজাখুজি ও কখন বাচ্চা ফিরে আসবে সে আশায় অশ্রু বিসর্জন দিতে থাকে। কিন্তু না আর ফিরে আসেনি। এদিকে ৩ মাস পর সেন্ট্রাল জেল থেকে ছাড়া পায় সাঈদ। কিন্তু মাকে আর খুঁজে পায়নি সে। আবারও সে পথশিশু হিসাবে বেড়ে উঠতে থাকে। কিছুদিন পর আবারও পুলিশ তাকে পথ থেকে তুলে নিয়ে শেষমেষ নারায়নগঞ্জ এতিমখানায় ঠাঁই করে দেয়। নারায়নগঞ্জে তার জীবন ছিল দীর্ঘস্থায়ী। সেখান থেকে মাত্র দেড় মাস আগে তাকে সাতক্ষীরা জেলার আশাশুনিতে অবস্থিত বিভাগীয় এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হয়। বিষয়টি জানতে পেরে আশাশুনির কিছু সাংবাদিক আবু সাঈদের সাক্ষাৎকার ভিডিও ধারণ করেন। এরপর সেই ভিডিও টি এসকে টিভি লাইভসহ বিভিন্ন ফেসবুকে শেয়ার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ভিডিও মালায়েশীয়া প্রবাসী দেলুয়াকান্দির জনৈক ব্যক্তি দেখে তার মনে হয় এই সাঈদ ছাবিনার ছেলে। সে পোষ্টটি তাদের গ্রামের বন্ধুদের কাছে শেয়ার করেন। এই পোষ্ট সাঈদের নানী মোমেনা দেখে কন্যা ছাবিনাকে জানান। ছাবিনা ও পরিবারের অন্যরা দেখে শানাক্ত করেন যে, এ সাঈদ তাদের সন্তান। তারা আশাশুনির সাংবাদিকদের সাথে মোবাইলে কথা বলার পর বুধবার সাংবাদিকরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে ভিডিও কলের মাধ্যমে সাঈদের সাথে তার মা, নানী, মামাসহ অন্যদের কথা বলিয়ে দেয়। আবু সাঈদ সবাইকে দেখে চিনে ফেলে এবং তার মা-নানী-মামা তাকে দেখে চিনতে পারে। মুহূর্তেই অপরপ্রান্তে (বাড়িতে) খুশির কান্নার রোল পড়ে যায়। তারা জানায় বৃহস্পতিবারই তারা আশাশুনিতে আসছে তাদের পুত্রকে নেওয়ার জন্য। এদিকে ৬ বছর পর বাড়িতে মা-নানী-মামাদের কাছে ফেরার আনন্দে আশাশুনির এতিমখানায় খুশিতে অশ্রু ঝরাচ্ছে সাঈদ।

এই সংবাদ টি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
আমাদের এই খানে প্রকাশিত সংবাদ সম্পুর্ন আমাদের প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া। কোনো প্রকার মিথ্যা নিউজ হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না সম্পুর্ন দায়ী থাকবে নিউজ প্রেরণ কারী সাংবাদিক।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It
error: Content is protected !!