মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশের আয়োজনে আজ ৩১ মার্চ (বৃহষ্পতিবার) মৌলভীবাজার পৌর কমিউনিটি সেন্টারে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক অবহিতকরন সভা অনুষ্টিত হয়েছে। মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার জনাব মরতুজা আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের পরিচালক জে আর শাহরিয়ার, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন। অবহিতকরন সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন অফিসের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, এনজিও প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।