নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে নববর্ষের র্যালী শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্টীত। বৃহস্পতিবার(১৪ এপ্রিল/২০২২ তারিখে)পহেলা বৈশাখ উপলক্ষে জেলা প্রশাসন নীলফামারীর আয়োজনে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে পহেলা বৈশাখের আনুষ্ঠানিকতা শুরু হয়।
মঙ্গল শোভাযাত্রা শেষে কালেক্টরেট পাবলিক স্কুলে অবস্থিত পহেলা বৈশাখ চত্বরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার নীলফামারী জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান, বিপিএম, পিপিএম মহোদয়।
পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় পুলিশ সুপার মহোদয় তার বক্তৃতার শুরুতেই সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান, তিনি সকলের মধ্যে বাঙালি চেতনা ধারণের জন্য আহ্বান জানান।তিনি আরো উল্লেখ করেন যে, বাঙালি জাতিসত্বার সাথে পহেলা বৈশাখ মিশে আছে, বাঙালি জাতির একমাত্র অসম্প্রদায়িক উৎসব হলো পহেলা বৈশাখ, বাঙালিয়ানাকে ধারণ করে সকলে একসাথে আমরা হয়ে কাজ করতে পারলে বাঙালি জাতি আরো এগিয়ে যাবে বলে পুলিশ সুপার মহোদয় দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।
উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জনাব খন্দকার ইয়াসির আরেফীন, জেলা প্রশাসক, নীলফামারী মহোদয়, জনাব মোঃ জাহাঙ্গীর কবির, সিভিল সার্জন, নীলফামারী-মহোদয়, জনাব দেওয়ান কামাল আহমেদ, মেয়র, নীলফামারী- পৌরসভা মহোদয়, জনাব আবু সাঈদ, চেয়ারম্যান, সদর-উপজেলা পরিষদ, নীলফামারী মহোদয়, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভা শেষে পুলিশ সুপার মহোদয় পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন
সবশেষে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত কুইজ,রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।