বিশেষ প্রতিনিধি: সিলেট থেকে ছেড়ে আসা সাতক্ষীরায় মামুন পরিবহনের চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেল চালক এক পৌর কর্মচারী নিহত হয়েছেন। আজ শনিবার (২৩ এপ্রিল) সাকল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা শহরের বাইপস সড়কের বকচরা চার রাস্তা নামক মোড়ে এঘটনা ঘটে। স্থানীয় জনগণ ঘাতক পরিবহনটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তবে চালকসহ অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
নিহতের নাম মোঃ ওবায়দুল গাজী(৬০)। তিনি সাতক্ষীরা শহরের পলাশপোল মধুমল্লারডাঙ্গি এলাকার মৃত হায়াত আলী গাজীর ছেলে। ওবায়দুল গাজী মাষ্টাররোলে সাতক্ষীরা পৌরসভার পানি সরবরাহ লাইনের পাম্প অপারেটর হিসাবে কাজ করতেন বলে জানা গেছে।
নিহতের সহকর্মী আনারুল ইসলাম জানান, পানির লাইনে কাজ করার জন্য সকালে ওবায়দুল গাজী মটর সাইকেলে চড়ে পৌরসভার বকচরার শেষ প্রান্তের দিকে যাচ্ছিলেন। পতিমধ্যে সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা শহর বাইপস সড়কের বকচরা চার রাস্তার মোড় পার হওয়ার সময় সিলেট থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী মামুন পরিবহনের একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ওবায়দুল গাজী। এসময় স্থানীয় জনতা মামুন পরিবহনের ওই গাড়িটি আটক করে।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) বিশ্বজিত অধিকারী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক পরিবহনটিকে আটক করা হয়েছে। তবে চালকসহ অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে প্রেরণের করা হয়েছে।