বিশেষ প্রতিনিধি: তালা উপজেলা বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি জননেতা শেখ নুরুল ইসলাম উপজেলা সহ সাতক্ষীরা বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন, ঈদ মোবারক, তিনি উপজেলার সর্বস্তরের মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়ে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল ইসলাম বলেন।এক মাস সিয়াম সাধনার পর মুসলিম জাতির জীবনে শান্তি ও আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে ঈদুল ফিতর।
ঈদুল ফিতরের উৎসব মুসলিম জাতি নিবিড় ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। রমজান আত্মশুদ্ধির মহান দীক্ষা ও সাধনার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন একটি মুহূর্ত। সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মাঝে ভাগাভাগি করে নিতে হবে। সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হোক মানবতা ও মহামিলনের ঐক্যবদ্ধ ভালোবাসায় পরিপূর্ণ সমাজ এবং দেশকে এগিয়ে নিয়ে একযোগে কাজ করা।
এছাড়া তিনি আরো বলেন, সবাইকে নিয়ে ঈদ উৎসব করতে হবে যে যেখানেই যেভাবে থাকেন না কেন ঘনিষ্ঠজন, নিকটতম আত্মীয়সহ সবাই ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেবেন।
কোন অসহায় ও দুস্থ্য কর্মহীন মানুষ যেন অভুক্ত না থাকে এ জন্য সমাজে যারা বিত্তবান ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাহাতে নিরন্ন অভুক্ত মানুষ ঈদের আনন্দের অংশীদার হতে পারে। সকলকে অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন।