আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে খালে নেটপাটা দিয়ে পয়ঃ নিস্কাশন ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে ৪টি পৃথক মামলায় ৫০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন খাঁন পয়ঃ নিস্কাশন ব্যবস্থা অটুট রাখতে সরেজমিন গমন করে নেটপাটা অপসারণ ও মোবাইল কোর্ট পরিচালনা করেন। প্রথম দিনেই বুধহাটা ইউনিয়নে মোবাইল মোর্ট পরিচালনা করে, নেটপাটা দিয়ে সরকারি খালের উপর দিয়ে পানি প্রবাহের প্রতিবন্ধকতার অপরাধে চাপড়া গ্রামের মাহবুবর রহমান দিংকে ১৫ হাজার টাকা, জাহাঙ্গীর হোসেন দিংকে ১৫ হাজার টাকা, মঞ্জুরুল ইসলাম শেখর দিংকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বসুখালী খালে নেটপাটা দেওয়ার অপরাধে হারুন সরদারকে ৩০০ টাকা জরিমানা করা হয়। এসময় সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আবম মোছাদ্দেক, পুলিশ কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।