আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে খালে নেটপাটা ও বাঁধ দিয়ে পয়ঃ নিস্কাশন ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি ও উন্মুক্ত জলমহালে বেহুন্দি জাল পাতার অপরাধে ৩ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা সরেজমিন গমন করে নেটপাটা অপসারণ, অবৈধ বেহুন্দি জাল জব্দ ও মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ১০৫০ এর ৩ (আ) এর ৫/১ ধারায় বামনডাঙ্গা গ্রামের আরশাদ সানার পুত্র রবিউল ইসলামকে ৫০০০ টাকা, তুয়ারডাঙ্গা গ্রামের আঃ মজিদ সরদারের পুত্র শহিদুলকে ৩০০০ টাকা জরিমানা করা হয়। একই সময় বামনডাঙ্গা গ্রামের আঃ জব্বার মধুকে উন্মুক্ত জলমহালে বেহুন্দি জাল পাতার অপরাধে ৫০০০ টাকা জরিমানা এবং বেহুন্দি জাল জব্দ করে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসময় সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান, পুলিশ কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।