নিজস্ব প্রতিবেদন: তালা উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার এর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক বাংলাদেশ টাইমস এর ব্যবস্থাপনা পরিচালক বাসুদেব দাশ। আজকে উপজেলা চেয়ারম্যানের নিজস্ব কার্যালয়ে এ ফুলের শুভেচ্ছা জানানো হয়।
জন্মদিনের শুভেচ্ছা জানানেতে গেলে ঘোষ সনৎ কুমার বলেন, আমি সারাজীবন জনগণের সেবক হিসেবে থাকতে চাই আমার চিন্তা-চেতনা ভালোবাসা সাধারণ মানুষকে ঘিরে। আমি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আমৃত্যু নির্যাতিত মানুষের হয়ে কাজ করে যাব। এসময় দৈনিক বাংলাদেশ টাইমস এর সম্পাদক সুমন ঘোষ উপস্থিত ছিলেন।
1m81zf