অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোঃ শাহিনুর আলম রচিত ‘বেড নম্বর ৭৭’ গল্পগরন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে । জবি সাহিত্য সংসদের আয়োজনে বইটির মোড়ক উন্মোচন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক । বইটি প্রকাশ করেছে বইসই প্রকাশনী । ‘বেড নম্বর ৭৭’ তার রচিত প্রথম গল্পগ্রন্থ । মোঃ শাহিনুর আলমের বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার ষোলহালিয়া গ্রামে । বর্তমানে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী ।
বইটি সম্পর্কে লেখক জানান, আমাদের চারপাশে প্রতি মুহূর্তে কোনো না কোনো গল্প তৈরি হতে থাকে । এসব গল্পের সবটা আমাদের চোখে পড়ে না । সবাই খেয়ালও করে না । আর খেয়াল করলেও অনেকেই তা সাধারণ ভেবে এড়িয়ে যান । তবে সেখানে এমন কিছু মানুষ থাকেন যারা এই সাধারণ ঘটনাকে অসাধারণ ভাবতে পারেন । সাজিয়ে গুছিয়ে চমৎকারভাবে গল্প আকারে উপস্থাপন করতে পারেন । আমিও তেমনই কিছু গল্প উপস্থাপনের চেষ্টা করেছি এই বইয়ে । এখানে মোট ১৮ টি গল্প আছে । আশা করি পাঠকের ভালো লাগবে ।
বইটির নামকরণের বিষয়ে তিনি জানান, বইটিতে যে ১৮ টা গল্প আছে তার মধ্যে একটি গল্পের নাম অনুসারেই বইটির নামকরণ করা হয়েছে । রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ৭৭ নম্বর বেডকে ঘিরেই এর কাহিনী গড়ে উঠেছে ।
বইটির মোড়ক উন্মোচন করে উপাচার্য বলেন, ‘বই লেখা সত্যিই কঠিন একটা কাজ । সে এই বয়সে একটা বই লিখেছে এটা সত্যিই অসাধারণ । আমি তাকে শুভ কামনা জানাচ্ছি ।’
বইটির প্রকাশক ইমরান হোসাইন তুষার বলেন, এটা লেখকের প্রথম বই । তরুণ লেখক হিসাবে তার লেখার মান যথেষ্ট ভালো । আশা করি প্রতিটা গল্প পাঠকের ভালো লাগবে । ভবিষ্যতে তিনি আরো ভালো লিখবেন এই আশা করি । আমি তার সাফল্য কামনা করছি ।বইসই পরিবারের পক্ষ থেকে লেখকের জন্য শুভ কামনা রইল।
বইটি পাওয়া যাবে বইমেলার লিটল ম্যাগাজিন চত্ত্বরের বইসই প্রকাশনীর স্টলে । স্টল নম্বর ১৪৬ । এছাড়া অতঃপর, স্টল নম্বর ৮২ এবং সুফি, স্টল নম্বর ৯৪ তেও বইটা পাওয়া যাবে । রকমারি থেকেও দেশের যেকোনো প্রান্ত থেকে অর্ডার করে বইটা সংগ্রহ করা যাবে ।