নিউজ ডেক্স রিপোর্ট:-
যশোরের সিনিয়র সাংবাদিক এটিএন বাংলার স্টাফ রিপোর্টার শাহনারা বেগম মৃতুবরণ করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গতকাল রবিবার ২৬ মার্চ রাত ৮ টা ৪৫ মিনিটে শহরের খড়কি সার্কিট হাউজপাড়ার বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মেয়ে এটিএন বাংলার যশোর জেলা প্রতিনিধি তামান্না ফারজানা খান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি লিভার সিরোসিস, কিডনি, হৃদরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন।
শাহনারা খাতুন যশোর থেকে প্রকাশিত সাপ্তাহিক ঝড় পত্রিকার সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবর পত্রিকার যশোর ব্যুরো প্রধান ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দৈনিক বাংলাদেশ টাইমস পরিবার।