হে,বৈশাখী,বাজিয়ে শঙ্খ,বাঁশি,
এসো বাংলার ঘরে ঘরে।
স্বর্ণ গহনায় সাজাবো তোমায়,
রাখবো বধু করে।
যেথায় বসবে তোমার মেলা,
নিয়ে যাবো সাথে করে।
কিনে দেবো দুইটা বাসের বাঁশি
নাচবে গাইবে সুরে।
নাগর দোলায় চড়বে তুমি,
করবে লটারি খেলা।
দুজন মিলে মেলায় ঘুরে,
কাটিয়ে দেব বেলা।
বৈশাখী ফিঁতা বাঁধবে মাথায়,
পরবে হলুদ শাড়ি।
হরেক রকম রং মাখিয়ে,
ঘুরবে বাড়ি বাড়ি।
পদ্মার ইলিশ কিনে এনে,
ভাঁজবো সরিষা তেলে।
পানতা ভাতে মিশিযে দিয়ে,
মাখবো কাচা ঝালে।
সামনা সামনি বসবো খেতে,
বলবে কত মজা।
নিজের হাতে খাইয়ে দেব,
একটি ইলিশ ভাঁজা।
তোমার নামে গান লিখেছি,
জোরে জোরে গাই।
অনেক আশা প্রিয বৈশাখী,
যদি তোমায় পাই।
ওরে,প্রিয় বৈশাখের বৈশাখী,
অতি মিষ্টি মুখের হাসি।
রুপে লাবন্যে অনেক ধন্যা,
তাই তোমায় ভালোবাসি।
এবার যেমন ডাকলে এসেছো,
আবার আসবে ফিরে।
তোমায় নিয়ে মেলা বসাবো,
জীবন নদীর তীরে।