স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ১২ নং নিত্যানন্দপুর ইউনিয়নের কাকুড়িয়াডাঙ্গা গ্রামের মাঠের ভিতরে চাচা লাল্টুকে কুপিয়ে যখম করে ভাতিজা মিম- আসাদ ও তার বড় ভাই মিরাজ পরে স্থানীরা উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাটি বৃহস্পতিবার দুপুর ২ টার সময় কাকুড়িডাঙ্গা মাঠের ভিতরে পুকুরের পারে ঘটে। নিহত লাল্টু কাকুড়িয়াডাঙ্গা গ্রামের আমিরুল মোল্লার ছেলে। ঘটনা স্থানে যেয়ে দেখা যায় নিহত লাল্টু পরকীয়া সম্পর্কে তার চাচাতো ভাই নকায় মোল্লার বৌকে বিয়ে করে। সেখান থেকে তাদের দ্বন্দ্ব শুরু। আজ দুপুরে লাল্টু মাঠে যায়। কিন্তু সেখানে ওত পেতে বসে থাকে মিরাজ ও তার ছোট ভাই মিম-আসাদ। পরে লাল্টু ঘটনা স্থলে পৌছালে তাকে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে যখম করে। ঘটনার সত্যতা প্রমাণ করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সফিকুল ইসলাম চৌধুরী বলেন লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন পযর্ন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আসামীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করবে। পরে ঘটনা স্থল পরিদর্শন করে সহকারী পুলিশ সুপার শৈলকুপা সার্কেল অমিত কুমার বর্মণ।