স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ১১ নং আবাইপুর ইউনিয়নের কুমিরাদহ গ্রামের ছেলে সনজিৎ কুমার বিশ্বাস গতো সোমবার সকলে বাড়ির পাশে মাঠে কাশে আনতে যেয়ে আর বাড়িতে ফিরে আসে নাই। তার হাতে একটা কাচি এবং তার গলায় একটা তুলসীগাছের মালা আছে। এবং এই সনজিৎ খালি গায়ে বের হয় বাড়ি থেকে। সে কুমিরাদাহ গ্রামের শ্যামসুন্দর ও অমরী রানী বিশ্বাসের ছেলে। ঘটনার তথ্য জানতে তার এলাকায় গেলে এলাকাবাসী ও পরিবারের লোক বলে সে মানসিক ভারসাম্যহীন। যেদিকে হাটতে থাকে সেই একরম ভাবে হেটে চলে যায় কেউ যদি তাকে ডেকে কিছু খাবার দেয় তাহলে খেয়ে থাকে না হলে শুধু হাটাহাটির পর থাকে। ঐদিন কিছু লোকের সাথে দেখা হলে তাদের সাথে কথা না বলে সোজাসুজি হাটতে থাকে। এলাকাবাসীর কাছে ঋণ আছে কিনা জানতে চাইলে এলাকাবাসী জানান তার কোন ঋণ অথবা দেনা নাই। গতো ছয় দিন ধরে পরিবারের লোক খোঁজাখুঁজি করে না পেলে শৈলকুপা থানায় একটা সাধারন জিডি করে। তাদের করা জিডি নাম্বার হলো ১০৮১। তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে। তার স্ত্রী আল্লাদী রানী জানান আমার স্বামীকে খুজে পেতে সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি কোন সহৃদয়বান ব্যক্তি আমার স্বামীকে দেখে তাহ আসবেন। তাদের পরিবারের যোগাযোগ নাম্বার 01640-134502
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ১১ নং আবাইপুর ইউনিয়নের কুমিরাদহ গ্রামের ছেলে সনজিৎ কুমার বিশ্বাস গতো সোমবার সকলে বাড়ির পাশে মাঠে কাশে আনতে যেয়ে আর বাড়িতে ফিরে আসে নাই। তার হাতে একটা কাচি এবং তার গলায় একটা তুলসীগাছের মালা আছে। এবং এই সনজিৎ খালি গায়ে বের হয় বাড়ি থেকে। সে কুমিরাদাহ গ্রামের শ্যামসুন্দর ও অমরী রানী বিশ্বাসের ছেলে। ঘটনার তথ্য জানতে তার এলাকায় গেলে এলাকাবাসী ও পরিবারের লোক বলে সে মানসিক ভারসাম্যহীন। যেদিকে হাটতে থাকে সেই একরম ভাবে হেটে চলে যায় কেউ যদি তাকে ডেকে কিছু খাবার দেয় তাহলে খেয়ে থাকে না হলে শুধু হাটাহাটির পর থাকে। ঐদিন কিছু লোকের সাথে দেখা হলে তাদের সাথে কথা না বলে সোজাসুজি হাটতে থাকে। এলাকাবাসীর কাছে ঋণ আছে কিনা জানতে চাইলে এলাকাবাসী জানান তার কোন ঋণ অথবা দেনা নাই। গতো ছয় দিন ধরে পরিবারের লোক খোঁজাখুঁজি করে না পেলে শৈলকুপা থানায় একটা সাধারন জিডি করে। তাদের করা জিডি নাম্বার হলো ১০৮১। তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে। তার স্ত্রী আল্লাদী রানী জানান আমার স্বামীকে খুজে পেতে সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছি। যদি কোন সহৃদয়বান ব্যক্তি আমার স্বামীকে দেখে তাহলে আমাদের কাছে নিয়ে আসবেন। তাদের পরিবারের যোগাযোগ নাম্বার 01640-134502