স্টাফ রিপোর্টারঃ
ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ১০ নং বগুড়া ইউনিয়নের বগুড়া গ্রামের মানুষ সামাজিক কন্দল ও মারামারি থেকে রেহাই পেতে দেশীয় তৈরী ঢাল ও সরকি প্রশাসনের কাছে জমা দিয়েছে আজ মঙ্গলবার বিকালে বগুড়া মাঠে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলামের সমর্থক আসলাম মিয়া সহ ঐ গ্রামের মানুষের ২০ ঢাল ও ৪ টি সরকি প্রশাসনের কাছে জমা দিয়েছেন। জমা প্রদানের সময় উপস্থিত ছিলেন শৈলকুপা অফিসার ইনচার্জ ও ওসি মোঃ সফিকুল ইসলাম, হাটফাজিলপুর ক্যাম্প ইনচার্জ এস আই সাজ্জাদুর রহমান। জমা প্রদান কৃতরা জানান গ্রামে শান্তি প্রতিষ্ঠার কারণে ও মারামারি থেকে রেহাই পেতে তারা সামাজিক ভাবে বসে এই সিদ্ধান্ত নেন। তারা প্রশাসনের কাছে আরও বলেন আমারা এতোদিন একটা ভুলের মধ্য দিয়ে রক্ত নিয়ে খেলা করছি কিন্তু প্রশাসন আমাদের সেই ভুলটা ধরিয়ে দিয়েছে। আজ থেকে আমরা ভালো হয়ে যাবো আর মারামারি করবো না সবাই মিলেমিশে থাকবো। বিশেষ করে হাটফাজিলপুর ক্যাম্প ইনচার্জ এস আই সাজ্জাদুর রহমানকে তারা অনেক ধন্যবাদ দিয়েছে। কারণ তাদের ভালো দিকে আনার জন্য দিন রাত কাজ করছে এস আই সাজ্জাদুর রহমান। পরে তারা বুঝতে পেরে জেলা পুলিশ সুপার ও শৈলকুপা থানার ওসির সাথে পরামর্শ করে আজকে ঢাল জমা প্রদান করেন।