নীলফামারী প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর উপহার
নীলফামারী ও সৈয়দপুরে জেলা পরিষদের
উদ্দোগে স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী বিতরন।।
নীলফামারী সদর ও সৈয়দপুর উপজেলায় জেলা পরিষদের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে করোনা পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষার জন্য
তিন হাজার পরিবারের মাঝে হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, মাস্ক ও সাবান বিতরণ করা হয়।’
আজ শুক্রবার সকালে সৈয়দপুর ডাকবাংলো এবং বিকেলে নীলফামারী সদর জেলা পরিষদ মাঠে, এসব সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, মোঃ জয়নুল আবেদীন এর সভাপতিত্বে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সৈয়দপুরে জেলা পরিষদ সদস্য আব্দুল গফুর সরকার, শামীম চৌধুরী, নীলফামারী জেলা পরিষদ মাঠে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেওয়ান বিপ্লব আহমেদ, সদস্য সাইদুর রহমান এ্যাপোলো, মহিলা সদস্য ইসরাত জাহান পল্লবী, শিউলি আক্তার ও জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।