নিজস্ব প্রতিবেদন: ইলিশে ভরে গেছে বরিশালের বাজার, জেলেদের জালে ঝাকে ঝাকে ইলিশ পড়ায় খুশি তারা। এক একটি ট্রলার ১০০ থেকে ১২০মন ইলিশ নিয়ে বিক্রির জন্য ঘাটে ভিরেছে।
পাইকারী মোকাম গুলোর ব্যবসায়ীদের মাঝে ফিরে এসেছে প্রাণ চাঞ্চলতা। দীর্ঘদিন পর আবার ইলিশের আমদানী হওয়ায় বেশ কর্ম ব্যস্ত সময় পারকরছেন তারা।
তবে স্থানীয় নদীগুলোতে তেমন ইলিশ মাছ না থাকায় সামুদ্রীক ইলিশ মাছেই ভরে গেছে বরিশাল পোর্ট রোড পাইকারী মৎস বাজার।
ইলিশের মৌসুম চলমান থাকায় সামনের দিনগুলো আও বেশী ইলিশ আসবে বলে ধারনা করছেন এই ব্যবসায়ী।
প্রতিদিন গড়ে যেখানে ২/৩০০ মন ইলিশ আসতো এখন সেখানে হাজার মন ইলিশ আসে এই মোকামে।
তাই ব্যবসায়ীরা অনেকটা খুশি।
ইলিশ মাছের দাম আগের চেয়ে অনেকটা কমে আসলেও মাছের আমাদানী আরও বাড়লে সাধারন মানুষের ক্রয় ক্ষমতার ভিতরেই থাকবে বলে ধারনা ব্যবসায়ীদের।
এদিকে বরিশাল মৎস বিভাগের এই কর্মকর্তা জানান, ইলিশ একটু দেরীতে পড়া শুরু হলেও সমুদ্রের প্রচুর ইলিশ মাছ আসছে। অভ্যন্তেরীন নদিগুলোতেও ইলিশ পড়বে বলে আশা করেন তিনি।