নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার
৫নং বামুনিয়া ইউনিয়ন বাসী মোঃ নুর আলম নুর একজন স্বেচ্ছাসেবক, নিজের সার্থ্য উৎসর্গ করে দিয়ে মন-মানসিকতায় কখনো কোন রকমের কার্পণ্যতা দেখা যায়নি মানুষের যে কোন সমস্যায় যে কোন পরিস্থিতি তে মানুষ ডাকলেই তৎক্ষাণিক চলে আসে নির দ্বিধায়, তাকে সর্বক্ষনেই পাওয়া যায় হাতের কাছেই।
এদিকে গত ২০শে মার্চ ২০২০ ইং থেকে শুরু করে আজ পর্যন্ত সে ছুটে চলছে বিভিন্ন হাট বাজার গ্রামগঞ্জে করোনার জনসচেতনতা নিয়ে কাজ, প্রথম অবস্থায় সাইকেলে চড়ে সাউন্ডবক্সে তার রেকর্ডিং চালু করে সবার কাছে মাক্স বিতরন ও জীবাণুনাশক স্প্রে কাজে ব্যাস্ত থাকে। ডোমার উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা গ্রামমহল্লার ও এমন কি প্রতিটি পাড়ায় পৌঁছে গেছে ও সকলের দুয়ারে দুয়ারে সচেতনতার ঝুলি নিয়ে, করোনায় যারা দুস্থ্য ও আসহায় পরিবার তাদের মাঝে নিজের সামর্থ্য মতো কিছু সহায়তা করে আসছে গত বছর থেকেই।
গত বছরের ন্যায় এবারও সে তার জনসচেতনতায় পিছিয়ে নেই সর্বত্রই তার জনসচেতনতা বৃদ্ধির মাইকিং চলছে সারা দিন-রাত্রী। বামুনিয়াবাসী তথা ডোমার উপজেলার মানুষের গৌরব ও সৌভাগ্য যে আমাদের মাঝে এমন একজন নিঃস্বার্থ মানুষকে পেয়েছি, যার অক্লান্ত পরিশ্রম ও মানুষের সেবা করে যাচ্ছেন মোঃ নুর আলম নুর।
তিনি কয়েকটা সংগঠনের সেচ্ছায় কাজ করেন রক্তদান কর্মসুচি থেকে বিভিন্ন কর্মকান্ড,এই সব কর্মকান্ড দেখে, অত্যান্ত খুসি হন ডোমার উপজেলা ভাইস চেয়ারম্যান -মোঃ আব্দুল মালেক সরকার, ও আহব্বান জানান সকল যুবক দের বলেন এভাবে যদি সকল তরুন যুবক রা এগিয়ে আসে তাহলে আমাদের সমাজ ও দেশ জাতির কল্যাণে অনেক এগিয়ে জাবো।