নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় বিআরডিবি’র প্রণোদনা ঋণের চেক বিতরণ।।
“এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডিমলা বিআরডিবির আয়োজনে ২০২০-২১ অর্থ বছরের বিআরডিবির কোভিট-১৯ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদণার তহবিল হিসাবে ডিমলায় ৪৬ লক্ষ ৫০ হাজার টাকার প্রণোদনার বরাদ্দ পায়।”
এরই অংশ হিসেবে ২১ আগস্ট (শনিবার) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ রাজিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নীলফামারী-১ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।
বিশেষ অতিথি- উপজেলা ভাইস চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টুু সহ ৩১জন উপকারভোগী সদস্যাগণ। বিআরডিবির পল্লী উদ্যোক্তা উপকারভোগীদের ৩১ জনের মধ্যে গাভী পালন ১৮ জনকে ২২ লক্ষ,
গরু মোটাতাজাকরণ ৩ জনকে ৪ লক্ষ, ডেইরী ফার্ম ২ জনকে ৫ লক্ষ, পোল্ট্রি ফার্ম-১ জনকে ২.৫০ লক্ষ, মৎস্য চাষ ২ জনকে ৩ লক্ষ, নার্সারী ব্যবসা ১ জনকে ২ লক্ষ, পোল্ট্রি ব্যবসা ১ জনকে ২ লক্ষ হ্যাস্কিন মিল ব্যবসা ২ জনকে ৫ লক্ষ ও অন্যান্য ক্ষুদ্র ব্যবসা ১ জনকে ১ লক্ষ সর্বমোট- ৪৬.৫০ লক্ষ টাকার চেক প্রদান করেন।
বিআরডিবি কর্মকর্তা বলেন- ৪% ইন্টারেস্ট এ ৬ মাস গ্রেস পিরিয়ড দিয়ে ১৮ টি মাসিক কিস্তিতে ২ বছরে পরিশোধ যোগ্য।