মৌলভীবাজার প্রতিনিধি: ঘড়ুয়া ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে করোনা কালীন ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার জেনারেল হাসপাতালে ছয় লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের ঘড়ুয়া ওয়েলফেয়ার সোসাইটি এর পক্ষ থেকে করোনা কালীন ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার জেনারেল হাসপাতালের ডায়ালাইসিস ইউনিট সমৃদ্ধ করণের জন্য নগদ ৬,০০,০০০ (ছয় লক্ষ) টাকা আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার সিভিল সার্জনের কার্যালয় অনুষ্ঠিত হয়।
ঘড়ুয়া এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব জেলার বিশিষ্ট রাজনীতিবিদ মসুদ আহমেদ ও মৌলভীবাজার বি.এম.এ এবং চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ডা. এম.এ আহাদ আনুষ্ঠানিকভাবে মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ড. চৌধুরী জালাল উদ্দিন মোরশেদ এর কাছে আর্থিক অনুদানটি হস্তান্তর করেন।
এসময় ঘড়ুয়া ওয়েলফেয়ার সোসাইটি পক্ষ থেকে উপস্থিত ছিলেন লিলু মিয়া, ইমন আহমদ, হুমায়ুন কবির ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আহমেদ তারেক।
উল্লেখ্য যে, ঘড়ুয়া ওয়েলফেয়ার সোসাইটি মানুষের কল্যাণে দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে করোনা কালীন সময়ে ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার জেনারেল হাসপাতালের ডায়ালাইসিস ইউনিট টি সমৃদ্ধ ও পরিপূর্ণ করতে এবং মৌলভীবাজার জেলার সর্বস্তরের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই আর্থিক অনুদানটি প্রদান করে।