নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলায় পাহাড়ি ঢলে তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে নীলফামারীর ডিমলার নিম্নাঞ্চল।
বন্যা কবলিত হয়েছে সাধারণ মানুষ। বন্যার্তদের কাছে ত্রাণ নিয়ে হাজির হয়েছেন নীলফামারী-১ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী সরকার ফারহানা আখতার সুমি।
বুধবার (৮ই সেপ্টেম্বর) নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ভেন্ডাবাড়ি মৌজার দক্ষিণ সোনাখুলি (কুটিপাড়া) এলাকায় শতাধিক বন্যা কবলিত মানুষকে ত্রাণ বিতরণ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (কল্যাণ ও পুনর্বাসন), বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং নীলফামারী জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য সরকার ফারহানা আখতার সুমি।
এসময় উপস্থিত ছিলেন- ডিমলা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবু উত্তম কুমার রায় সহ সকল নেতৃবৃন্দ।
সরকার ফারহানা আখতার সুমি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে ব্যক্তিগত উদ্যোগে পরিবার এবং এলাকার আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়ে এই ত্রাণ সহায়তা বিতরণ শুরু করেছি।
আমার এলাকার মানুষ বন্যাদুর্গত অবস্থায় অনাহারে থাকায় যতদূর সম্ভব আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।