নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার গুনবতী এলাকার বাসিন্দা আমীর হোসেন সওদাগর এবং একই এলকায় বসবাস সুধীর বাবু।ছোটবেলা থেকেই একসাথে বেড়ে উঠা,সেই সুবাধে দুজনের মধ্য সৃষ্টি হয় বন্ধুত্ব। কুমিল্লার গুনবতী বাজারে দীর্ঘদিন ধরে দুই বন্ধু একসাথে ব্যবসা করে আসছিলেন।
গতকাল আমীর হোসেন সওদাগর মৃত্যুবরণ করে। ব্যবসায়ী মরহুম আমীর হোসেন সওদাগরের জানাজা হচ্ছে।
জানাজাতে উপস্থিত শতশত মুসল্লীদের পিছনে বিমর্ষ হয়ে বসে থাকা এই ব্যক্তিটির নামই সুধীর বাবু।
মৃত আমীর সওদাগর এবং সুধীর বাবু শৈশবের বন্ধু।কুমিল্লার গুনবতী বাজারে দীর্ঘ বছর একসাথে ব্যবসা-বানিজ্য করে আসছেন দুই বন্ধু।
আজ চোখের সামনে সেই প্রিয় বন্ধুর মৃত্যুর পর সুধীর বাবু জানাজার পিছনে উপস্থিত হয়ে অশ্রুশিক্ত নয়নে নিরবে বসে আছেন।
প্রকৃত বা সত্যিকারের বন্ধুত্ব আসলে এমনই হয়।যে বন্ধুত্ব কোন জাত দেখে না,ধর্ম দেখে না,মানেনা ধনী-গরিবের ভেদাভেদ।এমনি করেই অমর হয়ে থাকুক প্রতিটি বন্ধুত্বের সম্পর্ক।