আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় আহত হাজী মোহাম্মদ আলী (৬৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ( ২১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার ছৈয়দকুচাইয়া রাস্তার মোড় এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী বারখাইন ইউনিয়নের সৈয়দকুচাইয়া গ্রামের মৃত খুইল্লামিয়ার পুত্র। তিনি কনট্রাকশন সরঞ্জামের ব্যবসা করতেন।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দূর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেকে) নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩ টায় তার মৃত্যু হয়েছে। বুধবার আসরের নামাজের পর পারিবারিক কবরস্থানে বাবার দাফন সম্পন্ন করা হয়েছে।