বিশেষ প্রতিনিধি: পরিবারের সদস্য দুই জন স্বামী ও স্ত্রী।পরিবারে দুজনেই প্যারালাইস রোগী। দীর্ঘ পাঁচ বছর প্যারালাইস হয়ে শয্যাশায়ী হয়ে আছে। বলছি সাতক্ষীরা-জেলা, তালা-উপজেলা, পাটকেলঘাটা-থানা,কুমিরা-ইউনিয়নের দাদপুর গ্রামের মোঃ শহিদুল ইসলাম সানা ও তার স্ত্রী। তাদের দুটি মেয়ে সন্তান রয়েছে। অনেক আগেই তাদের বিবাহ দেওয়া হয়েছে মেয়েরা এখন তাদেরকে দেখাশোনা করে না। তাদের বসতভিটা ছিল যেটি বিক্রয় করে তাদের চিকিৎসা ভার বহন করা হয়।
বর্তমানে তাদের প্রতিবেশীর একটি জায়গায় প্রতিবেশীরা একটি ঘর দেওয়াতে সেই ঘরে তারা বসবাস করছে।বর্তমানে তারা খুবই দুর্বিষহ জীবনযাপন করছে। তাদের দু’মুঠো দুবেলা অন্ন তাদের মুখে ওঠে না এখন। আসুন আমরা সবাই মিলে এই পরিবারটির পাশে এসে দাঁড়ায়। আপনাদের অল্প অল্প সহযোগিতায় এই পরিবারটি মুখে হাসি ফুটবে।
আমাদের দেশে অনেক বিত্তবান মানুষ রয়েছে ও দেশের বাইরে অনেক প্রবাসী ভাই ও বোনেরা থাকেন। আপনারা অনেক কিছু করেন আমাদের বাংলাদেশের জন্য অনেক রেমিট্যান্স পাঠানো আপনাদের একটু সহযোগিতায় হাসি ফুটতে পারে এই পরিবারটির। আসুন আমরা সবাই মিলে এই পরিবারটির পাশে এসে দাঁড়াই।
সাহায্যের জন্য যোগাযোগ করুন
Md.Ashraful Islam
Sonali Bank
Branch :Tala,Satkhira
A/C:2820100021716
Per. BKash :01759-673635
Per.BKash :01307-244984
এই পরিবারটি সম্পর্কে কোন তথ্য জানতে যোগাযোগ করুন
নূর-রিকো
০১৯৭৯১১২২০৯