আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত তিন পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এদের মধ্যে রয়েছে সিআর মামলায় ২জন এবং জিআর মামলায় ১জন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, উপজেলার চাতরী ইউনিয়নের মধ্যম চাতরীর মৃত মোঃ হোসেনের ছেলে মোঃ কামরুল ইসলাম (কলি), বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের সামশুল আলমের ছেলে সাহাব উদ্দিন, একই ইউনিয়নের মোঃ ইউসুফের ছেলে মোঃ জাহেদ।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার তদন্ত কর্মকর্তা সৈয়দ ওমর বলেন, আনোয়ারায় বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত তিন আসামীকে আটক করা হয়েছে। অভিযানে নারী শিশু নির্যাতন সিআর মামলায় ২জন এবং জিআর মামলায় ১জনসহ তিন আসামী আটক করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।