আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
লাশের বয়স আনুমানিক ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে। শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন ও রয়েছে।
প্রতক্ষ্যদর্শী আব্দুল লতিফ জানায়, সকালে রাস্তার পাশে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় হয়। সংবাদ পেয়ে থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করলেও এখনও কোন পরিচয় পাওয়া যায়নি।
আনোয়ারা থানার ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। লাশের এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি। কেউ বাহির থেকে এনে গাড়ী থেকে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।