বিশেষ প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার বানিয়াখালি সুন্দরবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র মামুন্না ব্লাড ক্যান্সারে আক্রান্ত।সে
কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের হড্ডা গ্রামের হানিফা গাজীর পুত্র। মামুন্নার পিতা অসহায় দিনমজুর।পরিবারটির সহায় সম্বলহীন নিজস্ব কোন জায়গা জমি নেই, নদীর চর ভরাটিয়া জায়গায় ছোট্ট কুঁড়ে ঘরে তাদের বসবাস । নুন আনতে পান্তা ফুরায় পরিবারটির।মামুন্নার পিতার স্বল্প আয়ে সংসারের খরচ ছেলের চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব।সে জন্য মামুন্নার পিতা বিত্তবানদের কাছে ছেলের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের অনুরোধ জানিয়েছেন ।
আপনাদের দেওয়া সাহায্যই হয়তো পারে ছোট্ট শিশুটির জীবন বাঁচাতে।
মামুন্নার পিতার মোবাইল নাং01999625506(বিকাশ)।