নিজস্ব প্রতিবেদন: আনছার মাহমুদ এতিমখানা ও লিল্লাহ বোডিং এর নির্মাণ কাজ শেষ। যাদের অর্থে, পরিশ্রমে, ও মেধায় এই বিশাল কর্মযজ্ঞ সম্পন্ন হলো তাদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
বর্তমানে এই এতিমখানায় ১৩৫ জন ছাত্র-ছাত্রী রয়েছে যার মধ্যে নিবাসী হলো ৫১ জন। চারজন অভিজ্ঞ শিক্ষক, তিনজন স্টাফ ও দক্ষ পরিচালনা পরিষদ কর্তৃক পরিচালিত এই এতিমখানা ও মাদ্রাসা ইতোমধ্যে এলাকায় ব্যাপক সুনাম কুড়িয়েছে। নয়টি সুবিশাল শ্রেণিকক্ষ রয়েছে এতিমখানায় যার ছাত্র-ছাত্রীর ধারণক্ষমতা প্রায় ৫০০ জন।
অচিরেই ২০২২ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হবে এবং তাতে প্রতিষ্ঠানটির প্রতিটা শ্রেণিকক্ষ ছাত্র-ছাত্রী দিয়ে ভরে উঠবে।
খুলনা – সাতক্ষীরা হাইওয়ের নিকটবর্তী ৫ তলার আধুনিক স্থাপত্যশৈলী বিশিষ্ট এতিমখানায় ১৬ টি সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা, সার্বক্ষণিক বিদ্যুৎ (পল্লী বিদ্যুৎ ও সোলার পাওয়ার) ও পানির ব্যবস্থা রয়েছে। অনিবাসীদের পরিবহনের জন্য সার্বক্ষণিক গাড়ির ব্যবস্থা আছে।
গরিব,অসহায়, সুবিধাবঞ্চিত ও এতিম ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে পোশাক, খাদ্য, চিকিৎসা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ও বাসস্থানের নিশ্চয়তা দেয়া হচ্ছে।