আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় ১১ ইউনিয়নে কর্মরত ৯৯জন গ্রাম পুলিশদের মাঝে লোকাল গভর্মেন্ট সাপোর্ট প্রজেক্ট এর পক্ষ থেকে বাইসাইকেল পোশাক ও অনন্যা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চন্দন কুমার দে, বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী, কৃষি কর্মকর্তা রমজান আলী, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম, সদর ইউনিয়ন চেয়ারম্যান অসীম কুমার দেবসহ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।