সিনিয়র প্রতিনিধি: যুক্তরাট্রে সফররত আওয়ামী লীগ নেতা এমএ করিম গত ১১অক্টোবর সোমবার স্হায়ীয় সময় বিকোল ৪টায় অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে রাজধানী শহর ওয়াশিংটন ডিসি’তে আমেরিকার প্রেসিডেনট ভবন ‘হোয়াইট হাউস’ সিনেট ভবন ও কংগেস ভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন।
এ সময় তার সাথে ছিলেন তাঁর সহধর্মিণী মাহমুদা করিম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জুনেদ এ খান, কানেকটিকাট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান পূমুখ।