নীলফামারীর প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় নাউতারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে নাউতারা নদী থেকে বালু উত্তোলনের সময় ছপিয়ার রহমান নামে এক ট্রাক্টরের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন।
ইবনুল আবেদীন বলেন, নদী থেকে বালু তুললে গাড়িসহ হাতে নাতে আটক করা হয়। এসময় ট্রাক্টরের মালিককে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪এর (ক)ধারার বিধান মতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।