আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রাম আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মিলাদ মাহফিল ও এস.এস.সি ২০২১ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১নভেম্বর) সকালে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক এস এম এ সেলিমের সভাপতিত্বে সহকারী শিক্ষক মোহাম্মদ আবসার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী।
এতে প্রধান আলোচক ছিলেন বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা কাজী আব্দুল হান্নান, বিশেষ অতিথি বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ মহিউদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক এম এ রশিদ এবং রফিক আহম্মদ খান উপস্থিত ছিলেন।
বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বক্তব্য রাখেন , সিনিয়র শিক্ষক প্রদীপ কান্তি বিশ্বাস, আমানে খাতুন , চুমকি নাথ, সহকারী শিক্ষক শওকত হোসেন, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফয়জুল হক সহ আরো অনেকে। এসময় অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণ করা হয়।