আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় বৈদ্যুতিক তারে জড়িয়ে মোহাম্মদ ইমরান উদ্দিন (৫০) নামে এক নির্মাণ শ্রমিক মৃত্যু হয়েছেন। বুধবার (১৯ জানুয়ারি) সকাল আটটার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর এলাকায় এই দূর্ঘটনা ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কর্ণফুলী থানাধীন মহলখান বাজারে আরব খাঁন মার্কেটের ছাদের সেন্টারিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুতের লাইনে লেগে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সে বন্দর এলাকার রাজমিস্ত্রি রুহুল আমিন মাঝি সাথে কাজ করতো। নিহত ইমরান বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার ৬ নং চর কিং ইউনিয়নের মৃত রবিউল হকের পুত্র বলে জানা গেছে। এখানে বাসা ভাড়ায় থেকে বিল্ডিং নির্মাণের কাজ করতো।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
বন্দর পুলিশ ফাঁড়ির উপসহকারী পুলিশ পরিদর্শন আব্দুল ওয়াহাব বলেন, খবর পেয়ে দ্রুত আমরা ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করা হয়।
এই বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, খবর পেয়ে ৮টা ২০ এর দিকে ঘটনাস্থলে পৌঁছে তার লাশ উদ্ধার করা হয়। ৩৩ হাজার ভোল্টের লাইনে তার হওয়ায় ইমরান নামক শ্রমিকের বুকের বেশ কিছু অংশ পুড়ে যায়।