নিজস্ব প্রতিনিধি: আজ ১৫/০৫/২০২২ তারিখ চট্টগ্রামের লোহাগাড়ায় উপজেলায় এক সন্ত্রাসীকে গ্রেফতার করতে গিয়ে নির্মমভাবে হামলার শিকার হয়েছেন মোঃ জনি (২৮) নামের এক পুলিশ সদস্য বলে জানা গেছে। নির্মমভাবে হামলার শিকার ওই পুলিশ সদস্যের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে দিয়েছে সন্ত্রাসী এক আসামি। এ ঘটনায় আরো গুরুতরভাবে আহত হয়েছেন দুই জন পুলিশ সদস্যসহ আরো একজন বলে জানা গেছে।
আজ ১৫/০৫/২০২২ তারিখ রবিবার সকাল ১০টার দিকে চট্টগ্রামের লোহাগাড়ার পদুয়া ৯ নং ওয়ার্ডের আধারমানিক লালারখিল এলাকায় এই নির্মম ঘটনাটি ঘটেছে বলে আমার জানতে পারি।
উক্ত ঘটনায় আহতরা হলেন পুলিশ সদস্য এএসআই মুজিবুর রহমান (৩৭), পুলিশ সদস্য শাহাদত হোসেন (২৭) ও স্থানীয় এক জন আবুল কাশেম (৪০) বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আদালত কর্তৃক মামলার ওয়ারেন্টের আসামি সন্ত্রাসী কবির আহমদকে গ্রেপ্তার করতে আজ রবিবার সকালে লোহাগাড়া থানার পুলিশ সদস্য এসআই ভক্ত দত্তের নেতৃত্বে পুলিশের একটি টিম তার বাড়িতে যেয়ে ওয়ারেন্টের আসামী ধরার জন্য ঘেরাও করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কবির আহমদের বাহিনী ধারালো অস্ত্র নিয়ে পুলিশের উপর নির্মমভাবে হামলা চালায়। এ সময় তাদের ধারালো দায়ের কোপে পুলিশ কনস্টেবল জনির বাম হাতের কব্জি বিচ্ছিন হয়ে যায় বলে জানা গেছে। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।
এই ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেখানে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়ন করা হয়েছে বলে জানা যায়। বর্তমানে ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের ধরতে জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে জানা গিয়েছে।