আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পূর্ব মাইজপাড়া ক্রিকেট প্রেমী কতৃক আয়োজিত ত্রি–দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ জানুয়ারি) উপজেলার হাইলধর ইউনিয়নের পূর্ব মাইজপাড়া মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
এসময় ক্রিড়াঙ্গন ক্রিকেট একাদশ বনাম মরহুম হাজী জহির আহমদ ক্রিকেট একাদশের মধ্যকার অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ম্যাচে ২ ওভার ১বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ক্রীড়াঙ্গন ক্রিকেট একাদশ। খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয় মেহারাব হোসেন এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয় মোঃ শাওন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়নের ৮নং ওর্য়াডের নবনির্বাচিত মেম্বার যুবলীগ নেতা রিয়াজ উদ্দিন রাশেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৭, ৮ ও ৯ নং ওর্য়াডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য এমরানা করিম রিনা,সৌদি প্রবাসী ফোরকান, ছাত্রলীগ নেতা মোজাম্মেল হক আলী মোহাম্মদ আসিফুল ইসলাম, ওয়াসিম, মোঃ রাশেদ, সোহেল মুন্না প্রমুখ।