1. admin@dainikbangladeshtimes.com : rony :
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
পাটকেলঘাটায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা আমলকি খাবেন কেন? ঝিনাইদহের শৈলকুপায় মোটরসাইকেল ধাক্কায় পথচারীর নিহত। ডিবি থেকে হারুনকে বদলি পাটকেলঘাটা বাজারে জলাবদ্ধতা সমাধানে পরিদর্শন করলেন এমপি ফিরোজ আহমেদ স্বপন “তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ” জগৎ বিখ্যাত বৈজ্ঞানিক স্যার আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৩ তম জন্মবার্ষিকী আজ পাটকেলঘাটায় মোটরসাইকেল চোর সিন্ডিকেটের হোতাসহ আটক ৪ নগরঘাটা ইউনিয়নবাসীর পক্ষে ফিরোজ আহমেদ স্বপন ও লায়লা পারভীন সেঁজুতি এমপিকে সংবর্ধনা আশাশুনির সাংবাদিক বাহাবুল সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত রাসেল ভাইপারে আতঙ্কিত নয়, সচেতনতায় বেশি প্রয়োজন

নীলফামারীতে দুই ইউনিয়নে নৌকা নয়টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

গৌরদাস রায় ।।
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ১৪০ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি: গত বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নীলফামারী সদর উপজেলার ১১টি ইউনিয়নের নির্বাচন অনুষ্টিত হয়েছে। এতে ২টিতে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ ও ৯টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাচন অফিসার আফতাব উজ্জামান। উপজেলার সংগলশী ও গোড়গ্রাম ইউনিয়নে নৌকা প্রতীক ও বাকি ৯টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছে।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সংগলশী ইউনিয়নে ৬৫৯৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে কাজী মোস্তাফিজার রহমান (নৌকা)। এছাড়া স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান (চশমা) পান ৩৭৮৭ভোট, মোঃ আব্দুল মজিদ (মোটর সাইকেল) পায় ২৬৮৮ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ ছামেদুল ইসলাম (হাতপাখা) পায় ৮৭৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী হাসনা হেনা চৌধুরী (আনারস) পায় ৩১০ ভোট।

গোড়গ্রাম ইউনিয়নে ৪৩৫৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে মাহবুব জর্জ (নৌকা)। এছাড় স্বতন্ত্র প্রার্থী মোঃ মশিউর রহমান (মোটরসাইকেল) পান ৩৩৪৫ভোট, রেয়াজুল ইসলাম (আনারস) পায় ৩৪৬২ভোট, মোঃ তৈয়ব আলী (চশমা) পায় ২৩৮৩ ভোট, গোলাম মোস্তফা রহমান (অটোরিক্সা) পায় ১৮১ ভোট, আমিনুজ্জামান (টেলিফোন) পায় ৩২৫৬, মোঃ ইলিয়াস হোসেন(ঘোড়া) পায় ৪৬ ভোট, দিপু সিদ্দিকী (টেবিল ফ্যান) পায় ৮৮৫ ভোট।

সোনারায় ইউনিয়নে ৮৫৩৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে স্বতন্ত্র প্রার্থী মোঃ নুরুল ইসলাম শাহ্ (আনারস)। এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আব্দুল মজিদ (নৌকা) পায় ১২৯০ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোঃ মোস্তফা কামাল (টেলিফোন) পায় ৩৪৪৮ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ সাদিকুল ইসলাম (হাতপাখা) পায় ১৮৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী শ্রী অশ্বিনী কুমার বিশ্বাস (মোটরসাইকেল) পায় ৫৩৯০ ভোট, স্বতন্ত্র প্রার্থী শ্রী পরেশ চন্দ্র অধিকারী (চশমা) পায় ১৭৮ ভোট।

লক্ষীচাপ ইউনিয়নে ৬০৫৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে স্বতন্ত্র প্রার্থী আ.ক.ম মোঃ আমিনুর রহমান (আনারস)। এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ গোলাম মোস্তফা (নৌকা) পায় ৮৮১ ভোট, স্বতন্ত্র প্রার্থী শ্যাম চরণ রায় (মোটরসাইকেল) পায় ৫৯৫২ ভোট।

কচুকাটা ইউনিয়নে ৬১৩৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুর রউফ চৌধুরী (চশমা)। এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ তছলিম উদ্দিন (নৌকা) পায় ৪০৭৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোঃ শহিদুল ইসলাম (মোটরসাইকেল) পায় ৫৫৯০ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোঃ বেলাল উদ্দিন কবিরাজ পায় (আনারস) পায় ৩১৩ ভোট।

রামনগর ইউনিয়নে ৮৪৩৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে স্বতন্ত্র প্রার্থী মোঃ ওবায়দুল ইসলাম (মোটরসাইকেল)। এছাড়া আওয়ামী লীগে মনোনীত প্রার্থী মোঃ মিজানুর রহমান (নৌকা) পায় ৭৩৭৪ভোট।

পলাশবাড়ী ইউনিয়নে ৫১৬৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে স্বতন্ত্র প্রার্থী মোঃ ইব্রাহিম তালুকদার (আনারস)। এছাড়া আওয়ামী লীগে মনোনীত প্রার্থী মোঃ মমতাজ আলী প্রামানিক (নৌকা) পায় ৩৫৩৫ভোট, স্বতন্ত্র প্রার্থী তপন কুমার রায় (হাতুড়ি) পায় ২৭০১ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোঃ হামিদুল ইসলাম(চশমা) পায় ২১৪৬ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম (হাতপাখা) পায় ৫৩৪ ভোট।

চাপড়া সরমজানী ইউনিয়নে ৫১৬৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে স্বতন্ত্র প্রার্থী মোঃ জাহাঙ্গির আলম শাহ ফকির (চশমা)। এছাড়া আওয়ামী লীগে মনোনীত প্রার্থী মোঃ কামরুজ্জামান সরকার পায় ৩১৯৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী প্রিন্স (মোটরসাইকেল) পায় ১৪৬৪ভোট, স্বতন্ত্র প্রার্থী আছাদুর জামান চৌধুরী (আনারস) পায় ২৭৬৮ভোট, স্বতন্ত্র প্রার্থী তৈমুর রহমান (অটোরিক্সা) পায় ৪০৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী এছলাম উদ্দিন (টেলিফোন) পায় ২৫২ ভোট, স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসলাম (ঘোড়া) পায় ১০০৪ ভোট।

চড়াইখোলা ইউনিয়নে ৫২২৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে স্বতন্ত্র প্রার্থী মোঃ মাসুম রেজা (মোটরসাইকেল)। এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজার রহমান শাহ্ (নৌকা) পায় ১২৮৬ ভোট, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান (ঘোড়া) পায় ৩৮৬৭ ভোট, আসাদুল হক শাহ্(চশমা) ৪০৭১ ভোট, জাকির হোসেন মোল্লা( অটোরিক্সা) পায় ২৭৯ ভোট, মোঃ মুরাদ হোসেন (আনারস) পায় ৩৪৭০ ভোট, মোঃ মোশাররফ হোসেন বসুনিয়া (টেলিফোন) পায় ১২৪১ ভোট, ইসলামী আন্দোলন প্রার্থী (হাতপাখা) পায় ৩০৮ ভোট।

পঞ্চপুকুর ইউনিয়নে ৪৫০৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে স্বতন্ত্র প্রার্থী মোঃ ওয়াহেদুল ইসলাম (ঘোড়া)। এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুল আমিন সরকার (নৌকা) পায় ৩৪০০ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোঃ আবুল হোসেন (টেলিফোন) পায় ৩৭০ ভোট, মোঃ নাজমুল হক (আনারস) পায় ১০১১ ভোট, রফিকুল ইসলাম (মোটরসাইকেল) পায় ১৬৫৭ ভোট, হবিবর রহমান সরকার (চশমা) পায় ৩১০০ ভোট।

চওড়া বড়গাছা ইউনিয়নে ৪৮১৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে স্বতন্ত্র প্রার্থী আবুল খায়ের বিটু (চশমা)। এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) পায় ৩৮৫৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোঃ মোশারফ হোসেন (আনারস) পায় ২৫৩১ ভোট, জুলফিকার আলী ভুট্টু (অটোরিক্সা) পায় ৩৬৬১ ভোট, গোলাম সারোয়ার(টেলিফোন) পায় ৮১২ ভোট, মোঃ ইবনে মিজান (মোটরসাইকেল) পায় ৮৭৭ ভোট, ইসলামী আন্দোলন প্রার্থী(হাতপাখা) পায় ২৫৬ ভোট।

সদর উপজেলা নির্বাচন অফিসার আফতাব উজ্জামান জানান, ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৪জন, সংরক্ষিত আসনে ১৪৭জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৩৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। সুষ্ঠু শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে।

এই সংবাদ টি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ
আমাদের এই খানে প্রকাশিত সংবাদ সম্পুর্ন আমাদের প্রতিনিধিদের কাছ থেকে পাওয়া। কোনো প্রকার মিথ্যা নিউজ হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না সম্পুর্ন দায়ী থাকবে নিউজ প্রেরণ কারী সাংবাদিক।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It
error: Content is protected !!