শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে অসুস্থ ইমাম চাঁন মিয়ার চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়ালেন তরুন সমাজসেবক সাংবাদিক তারিফুল আলম তমাল। ১৬ নভেম্বর মঙ্গলবার রাতে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হওয়া হৃদরোগে আক্রান্ত উপজেলার নলকুড়া ইউনিয়নের ডেফলাই গ্রামের অসহায় হতদরিদ্র চাঁন মিয়ার হাতে ২ হাজার টাকা তুলে দেন।
চাঁন মিয়ার চিকিৎসার জন্য এ অর্থ তার হাতে তোলে দেয়া হয়। এ সময় তিনি চাঁন মিয়ার পরিবারের সকল বিষয়ে খুঁজ খবর নেন। তারিফুল আলম তমাল প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা ইউনিয়নের চেয়ারম্যান মরহুম নুরুল আমিন দোলার ছেলে। তমাল চাঁন মিয়ার চিকিৎসার ব্যাপারে সার্বিক সহযোগিতার ও আশ্বাস দেন।