আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় বিশেষ অভিযানে চালিয়ে ৫ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
তাদের মধ্যে মাদক, নারী ও শিশু নির্যাতন মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত ৪ জন ও ১০৫ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ ১ জনকে গ্রেফতার করা হয়।
বুধবার রাতে ও বৃহস্পতিবার উপজেলার সিংহরা,পূর্ব বরৈয়া ও জয়কালী বাজার এলাকা থেকে আসামীদের গ্রেফতার করা হয়।
পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলো নারী ও শিশু নির্যাতন মামলার সিংহরা গ্রামের আবদুল মালেকের পুত্র মোঃ জোলহাজ ও আবদুল মালেকের স্ত্রী রোকেয়া বেগম, বটতলী দক্ষিণ পাড়া গ্রামের মৃত অলি আহম্মদের পুত্র সেলিম মিয়া ও পূর্ব বরৈয়া গ্রামের মৃত ইসমাঈলের পুত্র জাহাঙ্গীর আলম,আনোয়ারা সদর ইউনিয়নের মৃত সাধন বিশ্বাসের পুত্র কানু বিশ্বাস(৫২)।
তথ্য নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম দিদারুল ইসলাম সিকদার জানান, আদালতে আদেশ ক্রমে মাদক, নারী ও শিশু নির্যাতন মামলায় পলাতক ওয়ারেন্টভূক্ত ৪ জন এবং দেশীয় চোলাই মদ সহ একজনকে গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।