বিশেষ প্রতিনিধি: তালা উপজেলার ৪নং কুমিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়নকে ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। বর্তমানে কুমিরা ইউপি নির্বাচনে ৩জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এর মধ্যে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শেখ আজিজুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক নাজমুল হাসান মিঠু। ইতিমধ্যে প্রার্থীরা দলীয় মনোনয়ন পেতে জেলা, উপজেলায় দোড় ঝাপ শুরু করেছে। জনপ্রিয়তায় কুমিরা ইউপি নির্বাচনে তৃনমূলের আলোচনায় আছে নৌকা প্রত্যাশায়ী নাজমুল হাসান মিঠুর নাম। প্রতিনিয়ত তাকে এলাকার অসহায়, প্রতিবন্ধি ও দুস্থ্য মানুষের পাশে দেখা যায়। করোনাকালীন সময়ে মানুষের মাঝে জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা ও মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, নগদ অর্থ, খাদ্য সামগ্রী বিতরণ করে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। নাজমুল হাসান মিঠু ১৯৯১ সালের মে মাসের ২ তারিখে এক মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। পরবর্তীতে ২০০৬ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগে পদার্পনের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। ২০১৩ সালে যুবলীগে থাকাকালীন জামায়াত, বিএনপি ও শিবিরের হাতে হামলার শিকার হয়েও থেমে নেই তার রাজনৈতিক জীবন।
বর্তমানে তিনি ৪নং কুমিরা ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব সুনামের সহিত পালন করছেন। নাজমুল হাসান মিঠু এই প্রতিবেদকে বলেন, জননেত্রী শেখ হাসিনার গ্রামকে শহর করার যে প্রতিশ্রুতি ছিল তা বাস্তবায়িত হয়নি এবং বর্তমানে এলাকার হতদরিদ্র ভূমিহীন মানুষ আশ্রয়ন প্রকল্পের ঘর, সরকারী অনুদান ও নানা সুবিধা থেকে বঞ্চিত। আমি দীর্ঘদিন যাবৎ এ সকল সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে তাদের সার্বিক সেবা করে চলেছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আমি ইউনিয়নবাসীর পাশে থেকে তাদের সার্বিক সেবা করা ও ইউনিয়নকে একটি ডিজিটাল ও মডেল ইউনিয়নে রুপান্তর করবো..ইনশাআল্লাহ।